কোটাপদ্ধতি সংস্কারের দাবি

জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক: পরীমনি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৫ পিএম, ১৬ই জুলাই ২০২৪


জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক: পরীমনি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলারঘটনা ঘটেছে।  এ নিয়ে সামাজিকমাধ্যমে যে যার অবস্থান থেকে নিজের মতামত শেয়ার করছেন। বাদ যাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিও। তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।


সোমবার (১৪ জুলাই) পরীমনি এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, “নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।”


অভিনেত্রীর এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন। নিগার সুলতানা লিখেছেন, ভালো বলেছেন।


এইচ এম জুনায়েদ এমরান নামের আরেক ভক্ত লিখেছেন, সময়োপযোগী সাহসী পোস্ট।


আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের নিয়ে যা বললেন সালমান মুক্তাদির


সুমি আক্তার লিখেছেন, সাহসী পরী। শায়ন তুরাস নামের একজন লিখেছেন, পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।


এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।


আরও পড়ুন: ৬ সেপ্টেম্বর আসছে শাকিবের ‘দরদ’


এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।


জেবি/এসবি