শাড়ির সাজে নেটিজেনদের মন জয় করলেন পারসা ইভানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি।
ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা। এছাড়া ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বললেন অনন্যা পাণ্ডে
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ইভানা সম্প্রতি খয়েরি রঙের শাড়ি পরে কিছু ছবি শেয়ার করেন। ছবিগুলোতে খোলা চুল, মিষ্টি হাসি আর স্বাভাবিক ভঙ্গিতে ক্যামেরাবন্দি হন তিনি। গালে হাত দিয়ে সোফায় বসা ইভানার ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে।
ক্যাপশনে তিনি লিখেছেন- “তারা বলে লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকি সবসময়ই আমার প্রিয় অনুষঙ্গ।”
আরও পড়ুন: এই সুখে কারো নজর না লাগে: পরীমণি
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন ইভানা। একজন লিখেছেন, “শাড়িতেই আপনাকে সবচেয়ে ভালো মানিয়েছে।”
আরেকজন মন্তব্য করেছেন, “প্রিয় অভিনেত্রী, দারুণ লাগছে।”
আরও পড়ুন: ডাকসু শুধু ডাকসু নয়, জাতীয় নির্বাচনের পূর্বাভাস: জয়
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি পারসা ইভানা একজন দক্ষ নৃত্যশিল্পীও। ২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। অনেক ভক্তের কাছে এ তথ্য এখনও অজানা।
এএস