এই সুখে কারো নজর না লাগে: পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে এই অভিনেত্রী সহ-অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন।
বর্তমানে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়েই সময় কাটছে এই নায়িকার। বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিকমাধ্যমের পাতায় শেয়ার করে থাকেন।
আরও পড়ুন: নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন আরশ খান
এবার ছেলে রাজ্য ও মেয়েকে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। ’
তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা। ’
সবশেষ পরীমণি লেখেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ। ’
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন শাবানা
শিগগিরই ‘গোলাপ’ নামের একটি সিনেমার শুটিং শুরু করবেন পরীমণি। এতে তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমণি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’র পরিচালক সামছুল হুদা। রাজনৈতিক থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে।
এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। কয়েক দফায় এর শুটিং হয়েছে। সিনেমাটিতে পরীমণির নায়ক সাইমন সাদিক। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরএক্স/