গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বললেন অনন্যা পাণ্ডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে নিজের প্রথম বাড়ি কেনার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। ২০২৩ সালে কেনা সেই বাড়িটি সাজিয়েছেন শাহরুখ খানের স্ত্রী ও জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান।
আরও পড়ুন: এই সুখে কারো নজর না লাগে: পরীমণি
এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, “আমি গৌরী ম্যামের সান্নিধ্যেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মায়ের মতো। আমার পছন্দ-অপছন্দ এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়ি সাজাচ্ছেন।”
তিনি আরও জানান, গৌরী সবসময় তার মতামতকে গুরুত্ব দিয়েছেন এবং নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। অনন্যার ভাষায়, “গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। বুঝেছিলেন এটা আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।”
আরও পড়ুন: নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন আরশ খান
এদিকে, অনন্যা পাণ্ডে শিগগিরই কার্তিক আরিয়ানের বিপরীতে সমীর বিদ্বান পরিচালিত ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে অভিনয় করবেন। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি।
আরএক্স/