ডাকসু শুধু ডাকসু নয়, জাতীয় নির্বাচনের পূর্বাভাস: জয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৫০ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মহলের আগ্রহ দেখা যাচ্ছে। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দিয়েছেন।
জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ডাকসু নির্বাচন কেবল শিক্ষার্থীদের জন্য নয়, এর ফলাফল জাতীয় রাজনীতির দিকনির্দেশনা দিতেও পারে। তার ভাষায়, “ডাকসু শুধু ডাকসু নয়। জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।”
আরও পড়ুন: নিজের ফুসফুসের সর্বশেষ অবস্থা জানালেন আরশ খান
জয়ের মতো আরও অনেকে ডাকসু নির্বাচনকে গুরুত্ব দিয়ে মতামত জানিয়েছেন।
কণ্ঠশিল্পী বেলাল খান লিখেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি বলে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীরাই এবার ছাত্রনেতা হিসেবে নির্বাচিত হবেন।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন শাবানা
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ কার্যক্রম। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে এবং হল সংসদের ১৩টি পদে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।