মৃত্যুর আগে বন্ধুকে নিয়ে যে স্মৃতিচারণ করেছিলেন মান্না
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক নাম চিত্রনায়ক মান্না। সালমান শাহ’র মৃত্যুর পর ঢাকাই সিনেমার হাল একাই ধরেছিলেন এই তারকা। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল।
ব্যক্তিগত জীবনে মান্না ছিলেন সহমর্মী ও বন্ধুবৎসল। এক সাক্ষাৎকারে মান্না নিজেই শৈশবের এক বন্ধুকে চিকিৎসায় সহায়তার স্মৃতি তুলে ধরেছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে
মান্না জানান, তার এক বন্ধু ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্য চাইতে আসেন। তখন তিনি বন্ধুকে আশ্বস্ত করে বলেন, এইটা কোনো কথা হইলো সাহায্য? কোথায় ভর্তি হবি বল?
পরে বন্ধুটি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার সব ব্যবস্থা করে দেন মান্না। আবেগে বন্ধুটি কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে নিজেও অশ্রু সংবরণ করতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।
আরও পড়ুন: শাড়ির সাজে নেটিজেনদের মন জয় করলেন পারসা ইভানা
মান্না স্মৃতিচারণ করে আরও বলেন, ও আমাকে আপনি আপনি করে কথা বলতেছিল। ছোট বেলার বন্ধু। তখন আমার আরও বেশি খারাপ লাগতেছিল। হয়তো আমার পজিশনের জন্য বা আমি হিরো হয়ে গেছি সেই কারণে ও বলতেছিল। কিন্তু তখন আমি ওরে বারণ করলাম। বললাম যেন তুই বল- আর তুই করেই বলবি। আপনি আপনি বলবি না।
এমএল/