কুবিতে আবাসিক হল খুলছে রবিবার
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:১৬ এএম, ৮ই আগস্ট ২০২৪

সোমবার (১২ আগস্ট) থেকে অনলাইনে ক্লাস ও ২৫ আগস্ট (রাবিবার) থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষার মধ্য দিয়ে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এছাড়া রবিবাে (১১ আগস্ট) থেকে খুলছে আবাসিক হলসমূহ।
আরও পড়ুন: কুবিতে শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদককে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা
বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০ পর বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
তিনি জানান, শুধুমাত্র বৈধ শিক্ষার্থী আবাসিক হলগুলোতে থাকতে পারবে। ছাত্রত্বহীন কেউ থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সীট বন্টন করা হবে।
আরও পড়ুন: কুবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কে মারধরের প্রতিবাদে মানববন্ধন
উল্লেখ্য, এর আগে গত দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে গত ১৭ জুলাই ৯৮ তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
এসডি/