Logo

কুবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কে মারধরের প্রতিবাদে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ২৪:১৭
47Shares
কুবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কে মারধরের প্রতিবাদে মানববন্ধন
ছবি: সংগৃহীত

নববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাউছারের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সকাল ১১ টায় বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মারুফ শেখের সঞ্চালনায় মানববন্ধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। প্রশাসনকে দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের দাবি জানান। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে গভীর রাতে সংগঠিত বর্বরোচিত হামলার প্রতিবাদ জনান।

বিজ্ঞাপন

হামলার প্রতিবাদে মানববন্ধন অংশগ্রহণকারী ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সোয়াইব হোসাইন আলামিন বলেন, " গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমার জুনিয়র ফরহাদ কাওসারের উপর অতর্কিত হামলা করেছে।  হামলাকারী রাফির ছাত্রত্ব নেই। অবৈধভাবে হলে রয়েছে। প্রশাসন যেন দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। "

বিজ্ঞাপন

বিভাগের সাবেক শিক্ষার্থী আসমা ইসলাম বলেন, " সাধারণ শিক্ষার্থীরা যদি অধিকার আদায়ের জন্য  আন্দোলন করে, এতে দোষ কোথায়? আমাদের বিভাগের যে জুনিয়র শিক্ষার্থী ফরহাদ কাওছারের উপর হামলা করা হয়েছে। এটা খুবই নিন্দনীয়। প্রশাসন যেন দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।"

বিজ্ঞাপন

২০১৭-১৮ বর্ষের বিল্লাল হোসেন স্বাধীন বলেন, " ফরহাদের উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা চালায়। তাদের ক্যাম্পাসে বহিষ্কার করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। আমাদের বিভাগের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।"

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলার প্রতিবাদ জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যুক্ত হন। এ ব্যাপারে তিনি বলেন, " আমি গতকাল বিভিন্ন মাধ্যমে জেনেছি ফরহাদ অসংলগ্ন কিছু করেনি। বেআইনিভাবে ফোন চেক করা এবং মারধরের মাধ্যমে দুইটি ফৌজদারি অপরাধ করেছেন। আমি উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে কথা হয়েছে।  তাঁরা আমাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করেছেন। "

উল্লেখ্য, রবিবার (১৫, জুলাই) রাত আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার শহর থেকে ক্যাম্পাসে আসলে হলে আসার পথে ৮ জন ছাত্রলীগ কর্মী তাকে ডেকে নিয়ে গিয়ে তার ফোন চ্যাক করে এবং তাকে মারধর করে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD