সিরাজগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ৮ই আগস্ট ২০২৪

সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জ প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (এসআই) শাহিন মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গত ১৫ বছর অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিসিএস পুলিশ অফিসারদের বিভিন্ন অন্যায়য়ের কথা তুলে ধরে তাদের শাস্তির দাবি করেন।
আরও পড়ুন: আবারও সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি
বিক্ষোভ মিছিলে সদর থানার পরিদর্শক (এসআই) ইয়ামিন, উপ-পরিদর্শক (এসআই) মো. জসীম, উপ-পরিদর্শক (এসআই) রাসেলসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
