Logo

সিরাজগঞ্জ প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৪, ০২:৪৬
109Shares
সিরাজগঞ্জ প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের এক সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের এক সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের সকল প্রকার ব্যবস্থা গহণ করবে। 

বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের স্বাক্ষরিত পত্রে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে (৬ আগস্ট)  মঙ্গলবার সিরাজগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতি হওয়ার জন্য আহ্বান করেন। আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর স্বাক্ষরিত পত্র ও সদস্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। 

সভায় বেসরকারী জনপ্রিয় চ্যানেল এনটিভি ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নাকে আহ্বায়ক, নিউজ২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দ্যা পিপিলস্ নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক আব্দুস সামাদ সায়েম এবং এসএ টিভির রহমত আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

বিজ্ঞাপন

আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠনসহ সব প্রকার ব্যবস্থা গহণ করবে বলে ঘোষনাপত্রে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এসময় প্রেসক্লাবের সদস্য, জেলার কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া, আইপি টিভির সদস্য ও অনলাইনের সকল গণমাধ্যমকর্মীরাসহ অনেকেই  উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD