Logo

নির্বাচনী জনসভায় যোগ দিতে সিরাজগঞ্জের পথে তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৩১ জানুয়ারি, ২০২৬, ১৫:৫০
নির্বাচনী জনসভায় যোগ দিতে সিরাজগঞ্জের পথে তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জের পথে রওনা হয়েছেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার হোটেল নাজ গার্ডেন ত্যাগ করেন।

বিজ্ঞাপন

হোটেলের বাইরে সকাল থেকেই হাজারো মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন। রওনা হওয়ার সময় তার গাড়িবহরকে জনস্রোত এড়িয়ে এগোনোর চেষ্টা করা হয়। একই সঙ্গে ঢাকা-রংপুর মহাসড়কের শাহাজাহানপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পথে রওনার সময় তিনি শেরপুরে দুটি পথসভায় ভাষণ দেবেন। এরপর সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এই সভায় তিনি মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনার সব সংসদীয় আসনের দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমানের এই সফর নির্বাচনী জনমত যাচাই ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। জেলার বিভিন্ন এলাকায় এই জনসভা ও পথসভাগুলোতে তার উপস্থিতি দলের কর্মীদের উৎসাহ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনী সফর শেষে তিনি ঢাকায় ফেরার পথে আরও জনসভা ও পথসভায় বক্তব্য রাখবেন এবং দলের প্রার্থীদের সঙ্গে ভোটারদের কাছে তাদের মূল বার্তা পৌঁছে দেবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD