Logo

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষে মহোৎসব

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩১ জানুয়ারি, ২০২৬, ১৩:০০
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষে মহোৎসব
ছবি: প্রতিনিধি

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রামবল্লভপুর–নিমগাছী এলাকায় দিনব্যাপী মহোৎসব ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সকালে এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নিমগাছী বাজার প্রদক্ষিণ করে পুনরায় আশ্রমে এসে শেষ হয়।

ধর্মসভা ও র‌্যালির উদ্বোধন করেন এডভোকেট ইন্দ্রজিত সাহা, ট্রাস্টি (সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া), হিন্দুধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

ধর্মসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের লিটন কুমার গুন, তাড়াশ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক সুশীল কুমার মাহাতো, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবলুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শ্রীহরিপদ মজুমদার (প্রতি ঋত্বিক), শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা। এছাড়া আলোচনা করেন, শ্রী যুগল কিশোর ঘোষ, শ্রী জগদীশ দেবনাথ, শ্রীরামপ্রসাদ দাস ও শ্রীশিবলাল মাহাতোসহ সৎসঙ্গের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই মহোৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD