মহেশপুরে নির্বাচনী প্রস্তুতি ও স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির দ্বিমুখী তৎপরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জনের মাধ্যমে বিজিবি তাদের সক্রিয় ভূমিকার প্রমাণ দিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন মহেশপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা অনুসরণ করে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এরই মধ্যে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন শুরু হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকাগুলোর ঝুঁকিপূর্ণ স্থান ও ভোটকেন্দ্র চিহ্নিত করে নেওয়া হয়েছে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা।
আরও পড়ুন: খোকসায় ককটেল তৈরির সময় দুইজন আটক
বিজ্ঞাপন
নির্বাচনকালীন সময়ে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এদিকে একই দিনে মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পায় বিজিবি। মহেশপুর থানার নেপা ইউনিয়নের খোশালপুর বাজারসংলগ্ন এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ভারত পাচারের উদ্দেশ্যে বহন করা ৪টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। এ সময় মো. ফয়সাল হাসান শিশির (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩৫৮ দশমিক ৮৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৫২ হাজার টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেলও জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মালামালসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। জব্দ স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
বিজিবি জানায়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত রেখেই নির্বাচনী দায়িত্ব পালন করা হবে। ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজিবির বিশ্বাস, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।








