নির্বাচনী প্রস্তুতি: বগুড়ায় জেলা বিএনপির সভায় তারেক রহমান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া জেলা বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্বাচনী প্রস্তুতি ও কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বিজ্ঞাপন
সভায় বক্তৃতাকালে তারেক রহমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
বগুড়ার কর্মসূচি শেষে দুপুরে সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি পথসভায় অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে। তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর এলাকায় সকাল থেকেই জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর তিনি পর্যায়ক্রমে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী জনসভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতারা বলছেন, উত্তরবঙ্গে তারেক রহমানের এই ধারাবাহিক সফর বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করছেন।








