আরডিএতে লিজেন্ড বগুড়ার বন্ধুদের পুনর্মিলনী

‘এসো বন্ধু পাশে থাকি, সুখে-দুঃখে কাছাকাছি – জয় হোক বন্ধুত্বের’ এই হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে বগুড়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘লিজেন্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কার্নিভাল ২০২৬।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে মিলিত হন ২০০০ সালের এসএসসি ও ২০০২ সালের এইচএসসি ব্যাচের বন্ধুরা।
শীতের সকালে আরডিএ প্রাঙ্গণ যেন মুহূর্তেই বদলে যায় আবেগ আর উচ্ছ্বাসের মিলনমেলায়। দীর্ঘ ২৫ বছর পর পুরোনো বন্ধুদের মুখোমুখি হয়ে কেউ হারিয়ে যান স্মৃতির পাতায়, কেউ মেতে ওঠেন প্রাণখোলা আড্ডায়। চোখে-মুখে ছিল আনন্দ, কণ্ঠে পুরোনো দিনের গল্প—যেন সময়ের ব্যবধান ভুলে সবাই ফিরে গেছেন স্কুলজীবনের সেই নির্ভার দিনগুলোতে।
বিজ্ঞাপন
লিজেন্ড বগুড়ার আয়োজনে এই অনুষ্ঠান শুধু বন্ধুদের পুনর্মিলনীতে সীমাবদ্ধ ছিল না। বন্ধুদের সঙ্গে তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে এটি রূপ নেয় এক বিশাল পারিবারিক উৎসবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশফিয়া চৌধুরী ও তারিকুল ইসলাম তারা। প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী এই মিলনমেলায় যোগ দেন। অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘২৫ বছর পর অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো। সবাইকে একসাথে পেয়ে মনে হচ্ছে আবার সেই স্কুলজীবনে ফিরে গেছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
আয়োজক কমিটির প্রতিনিধি রাকিব, নাহিদ, গোবিন্দ, সোহাগ, শিহাব ও আসাদ জানান, বন্ধুত্ব মানে শুধু স্মৃতিচারণ নয়, জীবনের প্রতিটি সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের শক্তি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, লিজেন্ড বগুড়া কেবল একটি বন্ধুত্বের সংগঠন নয়। তারা দীর্ঘদিন ধরে রক্তদান, দুস্থদের সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল লটারি ড্র। লটারির প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হয় ঢাকা–কক্সবাজার বিমান টিকিট।
বিজ্ঞাপন








