Logo

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

profile picture
উপজেলা প্রতিনিধি
নোয়াখালী
৩০ জানুয়ারি, ২০২৬, ১৯:২৪
নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা ঘাট এলাকায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। তখন উদ্বোধনের কৃতিত্বকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নুর হোসেন জানান, “ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক গ্রুপ অন্যকে এলাকা থেকে বের করার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়।”

এই ঘটনায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, “ফেরি উদ্বোধনের সময় নলচিরা ঘাটে আমাদের নেতৃবৃন্দের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। প্রশাসন বারবার দেরিতে পদক্ষেপ করছে। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে আমি নিজে সাধারণ মানুষকে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করব।” তিনি আরও জানান, অপরাধীরা আইনের আওতায় না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিএনপি এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, “ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, “হাতাহাতির খবর শুনেছি। তবে আহতের সংখ্যা আমি জানি না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD