পিরোজপুরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পরে পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক জেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উক্ত দোয়া অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কুরআন খতম করানো হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে আলোচনা করেন।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত (পরকালীন শান্তি) কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দেশনেত্রীর আদর্শকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








