দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে নির্বাচন নিরপেক্ষ হবে না

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে আসন্ন নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হবে না। তিনি শেরপুরে এক জামায়াত নেতা হত্যার বিচার দাবি করে এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, শেরপুরে জামায়াতের এক নেতাকে হত্যার ঘটনার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে এবং জড়িতদের গ্রেপ্তার করতে হবে। বিভিন্ন স্থানে দলীয় প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভোটকেন্দ্রগুলোতে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু রাজনৈতিক নেতার উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ছে এবং নির্বাচনী মাঠে নারী কর্মীদেরও হেনস্তার ঘটনা ঘটছে। ক্ষমতায় যাওয়ার আগে এমন আচরণ গণতন্ত্র ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মোবারক হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন আশরাফীসহ অন্য নেতারা।








