Logo

নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের ডোবায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় পোলট্রি খামার পরিচালনা করতেন। তিনি এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার তার ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় সাধারণ ডায়েরি করেন।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে আজিমুল খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ করেছিলেন। তাদের একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় অজানা। নিখোঁজ হওয়ার পর ওই দুই শ্রমিকও নিখোঁজ রয়েছেন। এছাড়া খামারের সব মুরগি উধাও হয়েছে। পরিবারের মতে, এসব বিষয় ঘটনার রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

বেলাব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নাসির উদ্দিন জানান, জিডি দায়েরের পর থেকেই পুলিশ উদ্ধার অভিযানে ছিল। মরদেহ শনাক্ত করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD