নোয়াখালীতে জামায়াতে ইসলামীর জনসভা: কানায় কানায় পূর্ণ মাঠ

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীতে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। সভাস্থল নোয়াখালী জিলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এমনকি মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও ভিড় ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে স্থানীয় জামায়াত ও জোটের নেতারা বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির আমির ড. শফিকুর রহমানের।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, নোয়াখালী সফর শেষে ড. শফিকুর রহমান লক্ষ্মীপুর, কুমিল্লার লাকসাম এবং কুমিল্লা টাউন হল মাঠে আরও নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় নেতাদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী এবং তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমন উপস্থিত থাকার কথা রয়েছে।
নোয়াখালীর ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরাও জনসভায় অংশ নিয়েছেন। ভোররাত থেকেই জেলার নয়টি উপজেলা থেকে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন।
বিজ্ঞাপন
জোট সূত্রে জানা যায়, নোয়াখালীর চারটি আসনে জামায়াত এবং দুটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জিলা স্কুল মাঠে প্রবেশে হিমশিম খাচ্ছেন আগতরা। ভিড় মাঠ ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার মাইকে বিপুল জনসমাগমের কথা উল্লেখ করে শহরবাসীর সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।








