Logo

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক কারবারি আটক

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৯ জানুয়ারি, ২০২৬, ১৭:০০
লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক কারবারি আটক
ছবি প্রতিনিধি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টার খবর পেয়ে ১৫ বিজিবির অধীন বিভিন্ন বিওপির টহলদল পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এর মধ্যে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ৩টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন তেলিপাড়া এলাকায় (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) অভিযান চালিয়ে ২০৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ মো. শরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তি ভুরুঙ্গামারী উপজেলার মানিককাজী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

এছাড়া বুধবার (২৮ জানুয়ারি) রাত ৩টা ৩০ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন তালুক শিমুলবাড়ী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এবং একই দিন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন মাছানকুরা এলাকায় (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) পরিচালিত অভিযানে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে ১৮.৩ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ফেয়ারডিল সিরাপের সিজার মূল্য ৮২ হাজার ৪০০ টাকা, ভারতীয় গাঁজার মূল্য ৬৪ হাজার ৫০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য ২ লাখ ৯৬ হাজার ৪৫০ টাকা। আটক আসামিসহ জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD