Logo

আমাকে ভোট দিন, জয়ী হলে বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রার্থী আশা

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৯ জানুয়ারি, ২০২৬, ১৬:১৫
আমাকে ভোট দিন, জয়ী হলে বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রার্থী আশা
ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি | ছবি: সংগৃহীত

বড় বড় প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের জন্য ‘বিয়ের উপহার’ দেওয়ার আশ্বাস দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মণি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাক্ষাৎকারে তিনি এই অনন্য প্রতিশ্রুতি দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

তরুণ ভোটারদের উপস্থিতিতে আশা মণি বলেন, অনেক তরুণ ভাই আমাকে বলছেন, আপা, আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তাদের উদ্দেশ্যে আমি বলছি—আমাকে একটি করে ভোট দিন, আমি বিজয়ী হলে আপনাদের বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।

বিজ্ঞাপন

তার বক্তব্য শুধু তরুণদের জন্য সীমাবদ্ধ থাকেনি; দাদা-দাদি, নানা-নানি ও চাচা-চাচি সবাইকে লক্ষ্য করে তিনি ‘বিয়ের উপহার’ হিসেবে একটি করে ভোটের আবেদন করেন।

আশা মণির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হাস্যরস ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জয়দেব দেবনাথ নামের এক নেটিজেন লিখেছেন, কেউ দিচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিচ্ছেন বউ অথবা স্বামী!

বিজ্ঞাপন

স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন বলেন, ভোটের সংখ্যা যাই হোক না কেন, আশা মণি নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে একজন সাহসী পথযাত্রী।

উল্লেখ্য, আশা মণি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু তখন তিনি মাত্র কয়েকটি ভোট পান। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো জেলায় তিনটি সংসদীয় আসনে নারী প্রার্থী মাত্র দুজন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে লড়ছেন জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম এবং ঠাকুরগাঁও-৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশা মণি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD