খোকসায় ককটেল তৈরির সময় দুইজন আটক

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ককটেল তৈরির সময় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে খোকসা উপজেলার সমসপুর বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোঃ হাসান আলী (৩০), পিতা উসমান আলী, গ্রাম বরইচারা, গোপগ্রাম ইউনিয়ন এবং মো. রাজিব হোসেন, পিতা মৃত শাজাহান আলী, গ্রাম রাজিনাথপুর।
আরও পড়ুন: নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
বিজ্ঞাপন
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের ককটেল তৈরির কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
বিজ্ঞাপন
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানএবং নাশকতায় মামলায় দুজনকে শনিবার সকালে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেন।








