Logo

তারেক রহমানের অপেক্ষায় সিরাজগঞ্জ, বিসিক শিল্প পার্কে জনস্রোত

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৩১ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৯
তারেক রহমানের অপেক্ষায় সিরাজগঞ্জ, বিসিক শিল্প পার্কে জনস্রোত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় অবস্থিত বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের সিরাজগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও তিনি এখনও সভাস্থলে পৌঁছাননি।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষ করার পর তিনি এখনো সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হননি। তবুও, বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থলে উপস্থিত হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এখনও সভাস্থলে আসছেন। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনার সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করেও নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা গেছে, যেখানে নারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের তৎপরতায় জনসভাস্থলে নিরাপত্তা বজায় রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

দলীয় নেতারা বলছেন, এই জনসভা নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ, যা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দলের প্রার্থীদের প্রচারকে আরও শক্তিশালী করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD