Logo

তারেক রহমানের উপহার দেওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
৩১ জানুয়ারি, ২০২৬, ১৫:২৫
তারেক রহমানের উপহার দেওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

একইসঙ্গে গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে মালামাল ও অর্থ আত্মসাৎ করা হয়।

ঘটনার পর রাতেই গফুর মল্লিকের ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়ার নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, ব্যবসায়িক বিরোধের প্রেক্ষিতে পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট ঘটানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবন ধারণ করছেন। তার অদম্য জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

স্থানীয়রা বলছেন, এই হামলা ও লুটপাটের ঘটনা শঙ্কা সৃষ্টি করেছে। তারা আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার মূল জড়িতদের গ্রেপ্তার করবে এবং দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের মতো অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD