Logo

পাংশায় গভীর রাতে ভয়াবহ আগুন, চার পরিবারের বসতভিটা ধ্বংস

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী
৬ জানুয়ারি, ২০২৬, ১৮:২০
পাংশায় গভীর রাতে ভয়াবহ আগুন, চার পরিবারের বসতভিটা ধ্বংস
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘরসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং আরেকটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পুড়ে গেছে তিনটি গোয়ালঘর ও তিনটি রান্নাঘর। আগুনে মারা গেছে দুটি ছাগল এবং ৩০ থেকে ৪০টি হাঁস-মুরগি। এছাড়া ঘরের আসবাবপত্র ও নগদ ২০ থেকে ৩০ হাজার টাকা আগুনে নষ্ট হয়েছে।

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাঘারচর গ্রামের মৃত বিলাত আলী মন্ডলের দুই ছেলে চাঁদ আলী ও সুরুজ আলী এবং মৃত ওছের আলী মন্ডলের ছেলে সদর আলী।

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সদর আলী জানান, তার একটি বসতঘর সম্পূর্ণভাবে এবং আরেকটি আংশিকভাবে পুড়ে গেছে। একই সঙ্গে একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর আগুনে নষ্ট হয়েছে। আগুনে তার দুটি ছাগল, ১৫ থেকে ২০টি হাঁস-মুরগি এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে সুরুজ মন্ডল বলেন, আগুনে তার একটি বসতঘর, একটি গোয়ালঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পাশাপাশি ১০ থেকে ১৫টি হাঁস-মুরগি এবং ঘরে রাখা নগদ প্রায় ২৫ হাজার টাকা পুড়ে গেছে। তার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া চাঁদ আলীর একটি গোয়ালঘর এবং রহিম মন্ডলের একটি রান্নাঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সদর আলীর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, রাত সাড়ে ১টার দিকে আগুনের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দীর্ঘ সময় কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ঘটনার পরদিন দুপুরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রাথমিক সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা ও ২০টি কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল-আল বাহার উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD