Logo

গণপিটুনিতে সন্ত্রাসী সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬
19Shares
গণপিটুনিতে সন্ত্রাসী সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (৪০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় তার এক সহযোগীকে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

নিহত সন্ত্রাসী সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মন্ডলের ছেলে।

জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে স্থানীয় লোকজন সম্রাটকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এলাকা সূত্রে জানা গেছে, সম্রাট নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।

ঘটনার রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে কলিমহরের একটি বাড়িতে চাঁদার টাকা আদায় করতে যান। বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে সম্রাটকে গণপিটুনি দেয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ সেলিম নামের এক সহযোগী আটক হন।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী বসাকুষ্টিয়া এলাকার সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD