সিরাজগঞ্জে আসামি ধরতে নদীতে ঝাপ দিয়ে এসআইয়ের মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪


সিরাজগঞ্জে আসামি ধরতে নদীতে ঝাপ দিয়ে এসআইয়ের মৃত্যু
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে নদীর পড়ে পুলিশের এস.আই রেজাউল করিম শাহ নিহত হয়েছে। নিহত এসআই রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন। 


সোমবার (১৫ জুলাই) হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্রণ গ্রামের মোজাম্মেল হকের পুত্র। 


আরও পড়ুন: ঈশ্বরদীতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত


রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, একটি দস্যুতা মামলার আসামি নাজমুলকে আটক করার জন্য পাঁচ জন ফোর্স নিয়ে এস.আই রেজাউল অভিযানে যান। এদের মধ্যে চার জন ফোর্স গাড়িতে রেখে তিনি আসামি ধরতে যান।  আসামী নাজমুল নিজেকে বাঁচাতে স্বরসতী নদীতে লাফ দেয়। এ সময় এসআই রেজাউল ইসলামও আসামীকে ধরতে নদীতে লাফ দেয়। কিন্তু আসামী নাজমুল নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝ খানে তলিয়ে যায়।


পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার অভিযান শেষে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনার পরই সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের আটকে জোর নির্দেশনা দিয়েছেন।


এমএল/