আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, টিপ পরা অভিনেতাদের উদ্দেশ্যে সিদ্দিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, টিপ পরা অভিনেতাদের উদ্দেশ্যে সিদ্দিক

টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সরব অন্তর্জালবাসীর অনেকেই।

এর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের টিপ পরা ছবি শেয়ার করেছেন শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা। তবে কপালে টিপ পরে পুরুষদের এমন প্রতিবাদের সমালোচনা করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

মঙ্গলবার (৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে টিপ পরে প্রতিবাদকারী ওইসব অভিনেতাদের ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তোলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এরপর এই অভিনেতা আরো লিখেছেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

উল্লেখ্য, এরই মধ্যে এমন লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ওআ/