আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে জুলাই অভ্যুত্থানে সামনের সারির নেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের নতুন সংগঠন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৬টায় এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম। সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।
আরও পড়ুন: কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বিএনপি মহাসচিবের
অন্যদিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মহির আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান। মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বাকের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৩ সালে আকতার ও নাহিদের গড়া সংগঠন ছাত্রশক্তির ঢাবি শাখার সদস্যসচিব ছিলেন।
আরও পড়ুন: হাসিনার নেতৃত্বে আ.লীগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হত্যাযজ্ঞ চলে: ফখরুলর
এছাড়া, সদস্য সচিব জাহিদ আহসান ২০১৮-২০১৯ সেশনের ঢাবির শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সদস্য সচিব মহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ

চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান

"সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
