৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিল কেন্দ্রীয় ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২২ পিএম, ১২ই মার্চ ২০২৫


৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিল কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি

বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো, এনআরবি কমার্শিয়াল, এনআরবি ও মেঘনা ব্যাংক।


বুধবার (১২ মার্চ) এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ (বোর্ড) ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তের পরবর্তী করণীয় সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দেওয়া হবে।’


আরও পড়ুন: ডাচ্ বাংলা ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদে অনিয়ম ও ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতা নিয়ে নানা অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়।


বিশ্লেষকদের মতে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক এ ধরনের কঠোর পদক্ষেপ নিতে পারে।


আরও পড়ুন: মূল্যস্ফীতি আরও কমবে, ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা


প্রসঙ্গত, সরকার পতনের পর থেকে এ নিয়ে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। 


এমএল/