কেরানীগঞ্জে খালাতো ভাইয়ের বিরুদ্ধে ৫ বছরের শিশু’কে ধর্ষণের অভিযোগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৮ পিএম, ১৭ই মার্চ ২০২৫

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার কলেজ রোড এলাকায় খালাতো ভাইয়ের বিরুদ্ধে পাঁচ বছরের এক কন্যা শিশু খালাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: কেরানীগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার দুই
ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গতকাল বিকেলে আমার মেয়ের সাথে ছেলেটা মোবাইল নিয়ে বসেছিল। পরবর্তীতে আমার মেয়েকে ছাদে নিয়ে গিয়ে এই অত্যাচার করেছে। মেয়ে প্রথমে আমাদের কিছু না জানালেও রাতে তার মা’কে সব বলে। পরবর্তীতে মধ্যরাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছি।
আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি তিন ডাকাতের আত্মসমর্পণ
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ছেলেটিকে আটক করে থানায় এনেছি। তিনি আরো বলেন, অভিযুক্ত ছেলেটিও ১১ বছরের শিশু, যেটুকু জানতে পেরেছি ভিক্টিমের সাথে অভিযুক্তের ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান আছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
