কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি তিন ডাকাতের আত্মসমর্পণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৬ পিএম, ১৯শে ডিসেম্বর ২০২৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় এক দল ডাকাত ঢুকে পড়ে। এখন পর্যন্ত তিন জন ডাকাত আত্মসমর্পণ করেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে পড়ে ডাকাত দল। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানান হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে ডাকাতরা ১৫ লাখ টাকা দাবি করে। আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছেন।
আরএক্স/