কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ
বিজ্ঞাপন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ভেতরে ডাকাত ঢুকেছে এমন খবরে এলাকাবাসী ও পুলিশ ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকের ওই শাখায় হানা দেয় ডাকাতরা। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে পুলিশ।
বিজ্ঞাপন
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের একটি শাখাতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর ব্যাংকের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য জানানো হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাইর থেকে ঘিরে রেখেছেন।
ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা জানতে পেরেছি দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।
বিজ্ঞাপন
আরএক্স/








