কেরানীগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের চেষ্টা: গ্রেফতার দুই
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৫

ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি এলাকায় সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন তিন পুলিশ সদস্য। পরবর্তীতে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই ইউনুস মুন্সির মাথায় ৪ টি সেলাই লেগেছে বলে জানা যায়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি তিন ডাকাতের আত্মসমর্পণ
জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জে থানার ইকুড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই ইউনূস মুন্সী, এএসআই ফরহাদ, কনস্টেবল বাশার ও কনস্টেবল সোহাগ জিআর সাজাভুক্ত আসামি আকাশ’কে গ্রেফতার করতে সাতপাখী এলাকার দারোগা গলি আসামির বাড়িতে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামি আকাশের আত্মীয় স্বজন মিলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি আকাশ কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে আসামি পক্ষের লোকজন লাঠিসোটা ও রড দিয়ে পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা ও দুইজনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এসডি/