বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয়: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৪ পিএম, ৭ই মে ২০২৫

ভারতীয় সামরিক বাহিনী কর্তৃক পাকিস্তান ভূ-খন্ডে আকাশপথে হামলার ঘটনাকে “অনভিপ্রেত” এবং “অপ্রত্যাশিত” আখ্যা দিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “বর্তমান বিশ্ব বাস্তবতায় যুদ্ধ বা সংঘাত মোটেই কাম্য নয় ৷ আমরা সবাই মানবিক এবং শান্তির বিশ্ব গড়তে চাই। আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয়”।
বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: মানতে না পারলে বস্তা বেঁধে রাখেন: সরকারকে দুদু
ববি হাজ্জাজ উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি, যেকোন সন্ত্রাসী আক্রমণ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করার পূর্ণ অধিকার ভারতসহ বিশ্বের সব দেশ সংরক্ষণ করে৷ তবে মঙ্গলবার (০৭ মে) রাতে ভারতীয় বিমানবাহিনী কর্তৃক পাকিস্তান ভূ-খন্ডে হামলার ঘটনা একইসাথে অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। উত্তেজনা সৃষ্টি করে এমন যেকোন পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলবে”।
এনডিএম চেয়ারম্যান বলেন, “আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করবে৷ দুই দেশের সাধারণ মানুষ কোন উত্তপ্ত পরিস্থিতি দেখতে চায় না ৷ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণও মানবতা এবং শান্তির পক্ষে সবসময় তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে”।
আরও পড়ুন: দুই পুত্রবধূর হাত ধরে পায়ে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া
ববি হাজ্জাজ বলেন, “যুদ্ধ কোন সমাধান হতে পারে না ৷ পাকিস্তানকে এখন সর্বচ্চো সংযমের পরিচয় দিতে হবে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমাধানের পথে হাঁটতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটি তার শক্ত অবস্থান বজায় রাখবে বলেও আমরা বিশ্বাস করি৷ আমরা একইসাথে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি”।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
