Logo

দুই পুত্রবধূর হাত ধরে পায়ে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৭ মে, ২০২৫, ০৪:১৪
71Shares
দুই পুত্রবধূর হাত ধরে পায়ে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

খালেদা জিয়া ও হাত তুলে তাদের সালামের জবাব দিয়েছেন

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে অল্প কিছু পথ পায়ে হেঁটে বাসায় ঢুকেছেন। এ সময় তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান তাকে হাঁটতে সাহায্য করেন। তবে, বাসার ভেতরে পৌঁছানোর পর তিনি আবারও হুইল চেয়ারেই বসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তাকে বহনকারী গাড়ি।

বিজ্ঞাপন

বিএনপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দুই পুত্রবধূ এবং গৃহকর্মী ফাতেমা ধরে গাড়ি থেকে নামাচ্ছে। তারপর তাদের সহযোগিতায় তিনি অল্প একটু হেঁটে বাসভবন ফিরোজার ভেতরে পৌছান। এ সময় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে সালাম দেন। খালেদা জিয়া ও হাত তুলে তাদের সালামের জবাব দিয়েছেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ভেতরে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ, তিনি অনেক ভালো আছেন। তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছেন। আমরা যতটা ভেবেছি, তার চাইতেও বর্তমানে অনেক ভালো আছেন ম্যাডাম।

বিজ্ঞাপন

দিদার আরও বলেন, আল্লাহর ইচ্ছা, চিকিৎসকদের চেষ্টা এবং দেশবাসীর দোয়ায় ম্যাডাম অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে অনেক অ শুকরিয়া আদায় করি।

বিজ্ঞাপন

ফিরোজার ভেতরে প্রিয় নেত্রীকে সালাম জানাতে ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট। তিনি গণমাধ্যমকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য একটি বটবৃক্ষের শীতল ছায়া। বারবার গণতন্ত্র যখনই হোঁচট খেয়েছে তিনি নিজের জীবন বাজি রেখে তা উদ্ধার করার লড়াইটা জারি রেখেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের সম্পত্তি নন, তিনি পুরো দেশের সম্পদ। দেশ ও জাতির মহান কল্যাণে পরম রাব্বুল আলামিন উনাকে হায়াত দান করুন। আজকে প্রিয় নেত্রীকে সুস্থ দেখে দেশবাসীর মতো আমাদের অনেক ভালো লেগেছে।

বিজ্ঞাপন

এর আগে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজায় আসার সময় লাখ-লাখ নেতাকর্মী ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

এ প্রসঙ্গে শামসুদ্দিন দিদার বলেন, লাখ-লাখ জনতা যেভাবে রাস্তার দুইপাশ থেকে ফুল ছিটিয়ে তাদের প্রিয় নেত্রীকে অভিবাদন জানিয়েছেন, সেটা ছিল এক অন্যান্য দৃষ্টান্ত এবং স্মরণীয়। ম্যাডামও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিয়েছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD