Logo

জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৮ অক্টোবর, ২০২৫, ১৬:৩৭
13Shares
জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে হিতে বিপরীত হবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, ক্ষমতার লোভে কোনো রাজনৈতিক দল বা শক্তি যদি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যায়, তবে তা তাদের জন্যই হিতে বিপরীত হবে। এতে সংসদ বা সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে এবং জনগণের আস্থা হারাবে তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা সেদিনও বলেছিলাম, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না হওয়া পর্যন্ত এটি কেবল একটি আনুষ্ঠানিকতা কাগজে সই, যার কোনো বাস্তব মূল্য নেই। বাংলাদেশের ইতিহাসে ৯০-পরবর্তী গণঅভ্যুত্থানের পর ত্রিদলীয় জোটের রূপরেখার মতো আরেকটি প্রতারণা আমরা চাই না। তাই আমরা সেই অনুষ্ঠানে স্বাক্ষর করিনি।

বিজ্ঞাপন

শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্বেচ্ছাচারিতার পরিচায়ক। তারা কোনো ব্যাখ্যা না দিয়েই আমাদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এতে মনে হচ্ছে, কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। বরং অন্য কোনো শক্তির প্রভাবেই চলছে। এই ধরনের কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই, কমিশন আইনি ও সাংবিধানিকভাবে আমাদের ব্যাখ্যা দিক। তাহলে আমরা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে যদি এটা আমাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর ষড়যন্ত্র হয়, তাহলে রাজপথই হবে আমাদের আন্দোলনের জায়গা। যদিও আমরা তা চাই না, আমরা গণতান্ত্রিক পথে এগোতে চাই।

জোট গঠনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি যাইও, তা হবে নীতিগত অবস্থান থেকে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার ইস্যুতে কারা জনগণের পক্ষে আছে, সেটিই হবে আমাদের বিবেচ্য বিষয়। সংস্কারের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে আমরা একমত হতে পারি না।

বিজ্ঞাপন

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত ফেব্রুয়ারি সময়সূচির মধ্যেই নির্বাচন সম্পন্ন করা জরুরি। কোনো ধরনের অনিশ্চয়তা বা রাজনৈতিক অস্থিরতা যেন তৈরি না হয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ফ্যাসিবাদী মনোভাব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের এই চেষ্টাও জনগণ ব্যর্থ করে দেবে।

নাহিদ ইসলাম শেষে বলেন, ক্ষমতার মোহে যদি কেউ জাতীয় ঐক্য ভাঙে বা জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, তাহলে শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই তাদের জন্য কঠিন হয়ে যাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD