দলের ঐক্য ধরে রাখতে কঠিন সময়ের বার্তা দিলেন তারেক রহমান

দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে বলেছেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সামনে আরও কঠিন সময় আসবে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন। নির্বাচনকে সামনে রেখে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় আবেগঘন ভাষণে তারেক রহমান বলেন, দল ও নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে প্রতিপক্ষই লাভবান হবে। দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে না পারলে আরও কঠিন সময় আসবে।
বিজ্ঞাপন
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো তিনিও এই দলকে নিজের পরিবারের মতো ভালোবাসেন। তাঁর এই কথায় সভায় উপস্থিত অনেক নেতাই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ জানান, তারেক রহমানের এই বক্তব্যের পর মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ করে যাবেন, কোনো ক্ষোভ থাকবে না।
বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ২০০ থেকে ২৫০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সভায় জানানো হয়, প্রতিটি আসনে একজন প্রার্থীই মনোনয়ন পাবেন। তবে যারা মনোনয়ন পাবেন না, তাদের দলীয়ভাবে সম্মাননা বা দায়িত্ব দিয়ে পুরস্কৃত করা হবে।
তারেক রহমান সভায় নেতাদের সতর্ক করে বলেন, মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল, ফুল বিতরণ বা মিষ্টি বিতরণ করা যাবে না। এসব কর্মকাণ্ড দলের ঐক্য নষ্ট করে। এখনই সময় একসঙ্গে থেকে ষড়যন্ত্র মোকাবিলার।
বিজ্ঞাপন
সভায় সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের শতাধিক মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। সিলেট বিভাগের বৈঠকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার মোট ৬৬ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, একজন প্রার্থীই মনোনয়ন পাবেন। কিন্তু সবাই মিলে তাকে বিজয়ী করতে হবে। খুব শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক জানান, তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন এবং চলমান রাজনৈতিক ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন।
রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন, সভায় আমাদের বলা হয়েছে, মনোনয়ন যিনিই পান না কেন, ধানের শীষের পক্ষে কাজ করতেই হবে।
বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তারেক রহমান পরিষ্কারভাবে জানিয়েছেন, এই মুহূর্তে ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
বিজ্ঞাপন
বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে অনেকেই জানান, তারেক রহমানের বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবেও কাজ করবে।








