Logo

গণতন্ত্রের শক্তি হবে জনগণ, তারা নিশ্চিত করবে সুষ্ঠু নির্বাচন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ২০:৩৬
6Shares
গণতন্ত্রের শক্তি হবে জনগণ, তারা নিশ্চিত করবে সুষ্ঠু নির্বাচন
সালাহউদ্দিন আহমদ । ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর এবার জনগণ স্বাধীনভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই আগামী নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করবে জনগণই। জনগণই নির্বাচনের পাহারাদার হবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনে অবশ্যই রাজনৈতিক দল ও জনগণই প্রধান অংশীদার। নির্বাচন কমিশন শুধু ভোট গ্রহণ এবং প্রশাসনিক তত্ত্বাবধান করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রক্ষা করবে এবং সরকার তার স্বাভাবিক দায়িত্ব পালন করবে। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সকলের প্রতিশ্রুতি হওয়া উচিত।’

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে চায়। ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত দলগুলো নির্বাচনে জয়ী হলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ৩১ দফার মধ্যে উল্লেখিত বিভিন্ন কমিশন পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, ‘যে সকল কমিশনগুলো আগে গঠিত হয়েছিল, সেগুলো পর্যাপ্ত নয়। সুতরাং দায়িত্ব গ্রহণের পর আমরা নতুন করে এই কমিশনগুলো গঠন করব। নতুন কমিশন গঠন হলে তা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং সব শ্রেণি-পেশার মানুষ থেকে প্রস্তাবনা আহ্বান করা হবে। যদি কোনো প্রস্তাব রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় হয়, সেগুলো অবশ্যই গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি জনগণের অংশগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর তার দৃঢ় আস্থা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD