Logo

আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১৬:২৪
14Shares
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৈঠকটি মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের ক্ষেত্রে নির্বাচনি প্রতীকের বিষয়ে আলোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন।

এছাড়া একটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসে দেশে ফেরার কথা থাকায় তার ফেরাকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কেও বৈঠকে আলাপ হতে পারে।

বিজ্ঞাপন

এই বৈঠকটি রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কাড়বে, কারণ এটি দলের নির্বাচনী কৌশল ও জোট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রাখে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD