ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে কাজ করছে বিএনপি: সালাহউদ্দিন

বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে শক্তিশালী ঐক্য গড়ে তুলতে কাজ করছে বিএনপি। এই তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সবাইকে একভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একত্রিত করে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনের দিকে তাকিয়ে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ড বৈঠক করছে। এটি দলের অভ্যন্তরীণ ঐক্য রক্ষার বার্তা দিচ্ছে।
বিজ্ঞাপন
দলের স্থায়ী কমিটির এই নেতা আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শুধু দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তরুণ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে, যেখানে নিশ্চিত করা হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের সার্বিক কল্যাণ।








