Logo

ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী: রাকিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ২০:২৪
7Shares
ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী: রাকিব
রাকিবুল ইসলাম রাকিব | ফাইল ছবি

কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী বলে দাবি করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু এবং জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের প্রতিবাদে।

রাকিব বলেন, আমরা বলি না যে আমাদের সকল নেতাকর্মী জোবায়েদ ও সাম্যের মতো। কিছু খারাপ আছে। কিন্তু কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা সেটা স্বীকার করেই রাজনীতি করি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমাদের কোনো সমর্থককে আমরা অস্বীকার করি না। পদ না থাকলেও তাদের স্বীকার করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ জানানো আবশ্যক। জোবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানাবে। আমাদের খুন হওয়া নেতাকর্মীরাও নৈতিক চরিত্রে উচ্চমানের ছিলেন, তাই তাদের মৃত্যুর পর সবাই তাদের পাশে দাঁড়িয়েছে।

এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ হয়েছেন। কিন্তু জুলাই পরবর্তী সময়ে সাম্য ও জোবায়েদের মতো নেতাকর্মীদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার পর প্রশাসন গড়িমসি করেছে।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, হাসিবুল দেশকে স্বৈরাচারমুক্ত করার জন্য ভূমিকা রেখেছেন। তার লক্ষ্য পূরণ করতে আমাদের এগিয়ে যেতে হবে। জোবায়েদের মৃত্যুর সঠিক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী নিয়োগ করা হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD