ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। একই অনুষ্ঠানে তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাতে নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে, নারীর জন্য ৫ ঘণ্টাই ইনসাফ।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি সুযোগ পাই, মায়েদের প্রতি আরও সম্মান প্রদর্শন করব—এটাই ইনসাফ। একজন মা সন্তান জন্ম দেন, লালন-পালন করেন, পাশাপাশি পেশাজীবী হিসেবেও কাজ করেন। আমারও ৮ ঘণ্টা, তারও ৮ ঘণ্টা—এটা কি ন্যায়সংগত? আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব। মা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন ও সম্মান রক্ষার জন্য এটা জরুরি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় ৫ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই দায়িত্বশীল যে, তারা ভাববে—সরকার আমাদের সম্মান দিয়েছে, তাই ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় শেষ করাই উচিত।’
বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হবেই। বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে দৃশ্যমান কয়েকটি রায় প্রয়োজন। আমরা ক্ষমতায় গেলে কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবেন না, তবে দোষীদের বিচার নিশ্চিত করা হবে।’
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু রেমিট্যান্স নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের তরুণরা বিশ্বজুড়ে গৌরব অর্জন করছে—আমরা চাই, তাদের একাংশ দেশের উন্নয়নে ফিরে আসুক।’
বিজ্ঞাপন
প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন জামায়াতের এই আমির। তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। যারা ভাবছেন প্রবাসীদের ভোট জামায়াতের পক্ষে যাবে বলে তা বাধাগ্রস্ত করা উচিত—তাদের বলব, এটা প্রবাসীদের মৌলিক অধিকার। ভোটাধিকার তাদের ‘ভেটো পাওয়ার’। তাই প্রবাসীদের ভোটার নিবন্ধনে অংশ নিতে উৎসাহিত করতে হবে।’








