Logo

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১৬:১১
14Shares
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। এই ঘোষণা দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা ও উপজেলা কমিটির সদস্যদের সঙ্গে সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করা হয়, তবেও অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে না। আমাদের লক্ষ্য শুধুমাত্র নির্বাচন নয়; গণতান্ত্রিক প্রক্রিয়ার যথার্থ রূপায়ণ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও এনসিপির জন্য কোনো সমস্যা নেই। তবে জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার রূপরেখা পরিষ্কার না হলে শুধু নির্বাচনকেন্দ্রিক আলোচনা অর্থহীন। আমাদের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারজিস আলম অভিযোগ করেন, অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ মেনে নেওয়া হবে না। যদিও কোনো আইনগত বাধা নেই, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। তাই আমরা নিশ্চিত করছি, শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে রাখতে চাই এবং এ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব।

তিনি আরও বলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি, কারণ এই সনদে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। এই সংস্কারগুলো বাস্তবায়নের ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। বিশেষ বক্তব্য দেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ ঘোষণার মাধ্যমে স্পষ্ট হলো, এনসিপি শাপলা প্রতীককে নির্বাচনে অংশগ্রহণের প্রধান প্রতীক হিসেবে ধরে রাখবে এবং দলের অবস্থান অনুযায়ী তা আদায়ে কার্যক্রম চালাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD