Logo

আ.লীগের লগি-বৈঠা আন্দোলন নিয়ে যা বললেন আমীর খসরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১৬:৩৭
37Shares
আ.লীগের লগি-বৈঠা আন্দোলন নিয়ে যা বললেন আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

নিষিদ্ধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ২৮ অক্টোবরের লগি-বৈঠা আন্দোলনের ডাক সম্পর্কে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে যখন গণতন্ত্র আছে এবং ভবিষ্যতেও থাকবে, তখন দাবি-দাওয়া নিয়ে জনগণের কাছে যাওয়া সবসময়ই ভালো।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিট-২০২৫ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা তৈরি করতে হবে। অন্যের সঙ্গে দ্বিমত থাকলেও তাকে সম্মান করতে হবে। কারও মতের প্রতি সম্মান দেখাতে হবে।

তিনি শান্তিপূর্ণ মনোভাবের গুরুত্ব তুলে ধরে বলেন, কারও দাবি-দাওয়া থাকলে সরাসরি রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। গণতন্ত্রে আমাদের দাবি-দাওয়া সংসদে এসে পাস করানো হবে। রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বা দেশের স্থিতিশীলতা নষ্ট করা ঠিক নয়।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হয়েছে অ্যাকশনএইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায়, যেখানে যৌথভাবে অংশ নিয়েছে নাগরিক কোয়ালিশন, ইনোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD