Logo

নির্বাচনী দায়িত্ব বিতরণের বিষয়ে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৩:৪৭
24Shares
নির্বাচনী দায়িত্ব বিতরণের বিষয়ে সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকের মূল বিষয় ছিল নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব বরাদ্দ সংক্রান্ত। জামায়াতে ইসলামী এই বৈঠক করছে বিএনপির দাবির প্রেক্ষিতে, যাতে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া না হয়। বৈঠকে সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ২৩ অক্টোবর বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সেই সময় বলেন, বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের ভোটের দায়িত্ব দেওয়া যাবে না।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল নিয়োগের ক্ষেত্রে অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম বিভ্রান্তিকরভাবে বিতর্কিত হিসেবে তুলে ধরে দায়িত্ব না দেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়- ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতাল।

এরই মধ্যে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তার নিয়োগ বাতিল করে এবং শূন্যপদগুলোতে দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং তাদের সততা ও নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন নেই।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি ভিত্তিহীন দাবি উত্থাপন করে, তাহলে নির্বাচন প্রক্রিয়ায় অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হবে। নির্বাচন কমিশন যদি উদ্দেশ্যপ্রণোদিত দাবি গ্রহণ করে, তবে ভবিষ্যতে আরও অনর্থক দাবি উঠতে পারে।

বৈঠক শেষে নির্বাচন কমিশন ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী দায়িত্ব প্রদান প্রক্রিয়ায় সুনির্দিষ্ট ও নিরপেক্ষতার নিশ্চয়তা নিশ্চিত করা হবে, যাতে রাজনৈতিক প্রভাব বা অযৌক্তিক অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা ব্যাহত করতে না পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD