Logo

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ২০:১৫
23Shares
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, আমরা দেখব তিনি কেমন খেলতে পারেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের জন্য বড় অর্জন। জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে তা হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তবে ঝুঁকি নিয়ে এনসিপি অবস্থান নিয়েছে। এই রিপোর্টের মাধ্যমে দেশের জনগণ সুফল পেয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক উল্লেখ করেন, বাহাত্তরের সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।

তিনি আরও বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে।

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে তাদের সেফ এক্সিট নেই, মানুষ তাদের বিচার করবে।

তিনি আশা প্রকাশ করেন, এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করবে। কারণ পেছনের দরজা দিয়ে আমরা কোনো ক্যান্টমেন্টে বা অ্যাম্বাসিতে যাবো না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচনী কমিশন গঠন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন, যে লাউ সেই কদুর, নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা রেখেছে।

এই বক্তব্যের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক দৃঢ় অবস্থান পুনরায় প্রকাশ করেছেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের কৌশল ও জনগণের প্রতি আস্থা প্রদর্শন করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD