Logo

আওয়ামী লীগ এখন মরা হাতি: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৫, ১৮:২৮
14Shares
আওয়ামী লীগ এখন মরা হাতি: হাসনাত
হাসনাত আবদুল্লাহ | ফাইল ছবি

আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে মৃত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তার ভাষায়, আওয়ামী লীগ এখন একটা মরা হাতি, যাকে সবাই নিজের মতো করে লাথি দিতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটি আয়োজিত ‘ইকোনমিক রিফর্ম সামিট’-এর দ্বিতীয় দিনের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখন ডেথ চ্যাপ্টার। এটা আর মূল ধারায় ফিরবে না, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। কিন্তু যদি আমরা আবার বিভক্ত হই, বিভিন্ন সূত্রে বা গোষ্ঠীতে ভাগ হয়ে যাই, তাহলে তাদের ফিরে আসা ঠেকানো কঠিন হয়ে যাবে। কারণ, নাম পাল্টে ফিরে আসা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।

বিজ্ঞাপন

তিনি সবাইকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগের একটা ‘কেবলা’ আছে। তাদের ধর্মই হলো পুনরাগমন। তাই তাদের পুনরুত্থান রোধে ঐক্য ধরে রাখা জরুরি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমাদের জুলাইয়ের সংগ্রামের ইতিহাস এখনই সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সেটিকে বিকৃত বা এলোমেলো করতে না পারে। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস উঠে আসা দরকার।

তার মতে, ইতিহাসের সঠিকতা যাচাই সম্ভব তখনই, যখন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটিকে বিশ্লেষণ করা হয়। ইতিহাসে ভালো-খারাপ বলে কিছু নেই। ইতিহাসের উদ্দেশ্য ও প্রেক্ষাপট বুঝে মানুষকে নিজে বিচার করতে হবে— কোনটা সঠিক, কোনটা নয়।

বিজ্ঞাপন

ক্ষমতাসীনদের ইতিহাস বিকৃতির প্রবণতা নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমাদের দেশের বড় ট্রাজেডি হলো- ক্ষমতায় থাকা সরকার সবসময় নিজেদের অবদানকেই বড় করে দেখায়। ইতিহাস তখন প্রোপাগান্ডায় পরিণত হয়। আমরা চাই, ইতিহাস নিরপেক্ষ থাকুক, ক্ষমতার হাতিয়ার না হোক।

এনসিপির এই নেতার মতে, সঠিক ইতিহাস সংরক্ষণ এবং জাতীয় ঐক্য অটুট রাখাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD