ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ৩রা জুলাই ২০২৫

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৪৫) নারী মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ছয়টার দিকে এক্সপ্রেস ওয়ের কুতুবপুর ইউনিয়নের মুন্সি বাজার নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ
আরও পড়ুন: শিবচরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ওই নারীকে সড়কের ঢাকা মুখী লেনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে শিবচর হাইওয়ে থাৃনা পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারনা করা হচ্ছে ভোরে তিনি রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। নিহতের দুই পা মারাত্মক যখন হয়েছে। শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহুরুল ইসলাম জানান, ভোরে অজ্ঞাত কোন এক গাড়ির চাপায় আহত হয়ে জায়গা তার মৃত্যু হয়। মরদেহটি শিবচর হাইওয়ে থানা রয়েছে। পরিচয় সনাক্ত কার্যক্রম রয়েছে।
এসডি/